Header Ads

বিসিএস প্রস্তুতি


বাংলাদেশের সংসদ সংবিধান

বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত? উঃ সার্বভৌম প্রজাতন্ত্র।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? উঃ সংবিধান।
কোন দেশের কোন লিখিত সংবিধান নাই? উঃ বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন সৌদি আরব।
বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? উঃ ভারতের।
বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? উঃ আমেরিকার।
বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উঃ ২৩ মার্চ, ১৯৭২।
বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উঃ ১২ অক্টোবর, ১৯৭২।
গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উঃ নভেম্বর, ১৯৭২।
কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২।
বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? উঃ ১০ এপ্রিল, ১৯৭২।
সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? উঃ ৩৪ জন।
সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? উঃ ডঃ কামাল হোসেন।
সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? উঃ বেগম রাজিয়া বেগম।
বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে? উঃ টি। বাংলা ইংরেজি।
কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু শেষ হয়েছে? উঃ প্রস্তাবনা দিয়ে শুরু ৪টি তফসিল দিয়ে শেষ। 
বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? উঃ ১১ টি।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি? উঃ ১৫৩ টি।
বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? উঃ আবদুর রাউফ।
প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? উঃ প্রধান বিচারপতির নিয়োগ দান।
রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? উঃ কার্যভার গ্রহনের কাল থেকে বছর।
একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? উঃ মেয়াদকাল।
কার উপর আদালতের কোন এখতিয়ার নেই? উঃ রাষ্ট্রপতি।
জাতীয় সংসদের সভাপতি কে? উঃ স্পিকার।
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন? উঃ স্পিকারের উদ্দেশ্যে।
প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? উঃ রাষ্ট্রপতি।
এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? উঃ রাষ্ট্রপতি।
বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উঃ সুপ্রীম কোর্ট।
সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে? উঃ ২টি আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ।
সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত? উঃ ৬৭ বছর পর্যন্তু।
বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল? উঃ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র সমাজতন্ত্র।

No comments

Powered by Blogger.